Take a fresh look at your lifestyle.

এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু, ৬ জানুয়ারি পর্যন্ত চলবে

৫১

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে এ পরীক্ষা শুরু হয়েছে, চলবে আগামী বুধবার (৬ জানুয়ারি) পর্যন্ত।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, প্রথম দিন মেডিসিন ও অল্যাইডের বিষয়সমূহের পরীক্ষা হচ্ছে।

দ্বিতীয় দিন অনুষ্ঠিত যেসব বিষয়ের পরীক্ষা হবে, সেগুলো হলো—
১. অ্যানেস্থেসিওলজি, ২. বায়োকেমিস্ট্রি, ৩. ডেন্টাল সার্জারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, প্রস্থোডন্টিক্স)৪. ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ৫. ফরেনসিক মেডিসিন, ৬. মাইক্রোবায়োলজি, ৭. অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি অ্যান্ড অ্যালাইড, ৮. সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড ও৯. রেডিওলজি অ্যান্ড ইমেজিং।

তৃতীয় দিন অনুষ্ঠিত হবে নিচের বিষয়গুলোর পরীক্ষা। যথা—
১. অ্যানাটমি,২. কমিউনিটি মেডিসিন,৩. ফ্যামিলি মেডিসিন,৪. হেমাটোলজি,৫. অফথ্যালমোলজি অ্যান্ড অ্যালাইড,৬. ওটোল্যারিংগোলজি–হেড অ্যান্ড নেক সার্জারি,৭. পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড,৮. প্যাথোলজি,৯. ফার্মাকোলজি,১০. ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন,১১. ফিজিওলজি,১২. রেডিওথেরাপি, ১৩. সার্জারি অ্যান্ড অ্যালাইড ও১৫. ট্রান্সফিউশন মেডিসিন।

এর আগে গত ১ ও ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল বিষয়ের (প্রথম ও দ্বিতীয় পত্র) এফসিপিএস ফাইনাল এবং ১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত মিডটার্ম প্রথমপত্র এবং ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.