Take a fresh look at your lifestyle.

সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

240

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (১১ জুলাই) এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছেন।

 

সায়মা ওয়াজেদ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, ২০২৪ সালের জানুয়ারিতে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার নিয়োগ শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে, কারণ অভিযোগ রয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ প্রভাবেই তাকে এ পদে বসানো হয়।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস সংস্থার স্টাফদের উদ্দেশ্যে পাঠানো এক সংক্ষিপ্ত ইমেইল বার্তায় জানান, সায়মা ওয়াজেদ পুতুলকে ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। তার অনুপস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডা. ক্যাথরিনা বোহমে। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত ডব্লিউএইচওর আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের মার্চ মাসে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি মামলা করে।

 

মামলাগুলোতে তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, তিনি তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি সম্মানসূচক পদে রয়েছেন বলে দাবি করেছিলেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে অস্বীকার করে।

এছাড়া, শুচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে সায়মা ওয়াজেদ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছেন। এই বিষয়টি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারার আওতায় প্রতারণা ও জালিয়াতির আওতায় পড়ে।

চলমান মামলাগুলোর কারণে সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না এবং বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
সূত্র: হেলথ পলিসি

Leave A Reply

Your email address will not be published.