Take a fresh look at your lifestyle.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাষ্ট্র ভাবনা, মহান মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

79

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বক্ষব্যধি,ক্যান্সার ও লেপ্রোসি শাখা আয়োজিত , ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাষ্ট্র ভাবনা,মহান মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ও জেডআরএফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার (এসবিএমসি ১২),মঞ্চে উপস্থিত ছিলেন ড্যাব এর সহ সভাপতি ডা মো সিরাজুল ইসলাম (এসবিএমসি ৭),বিএনপির সহ স্বাস্থ্য সম্পাদক ও ড্যাব এর যুগ্মমহাসচিব ডা পারভেজ রেজা কাকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাব বক্ষব্যধি,ক্যান্সার ও লেপ্রোসি শাখার সভাপতি ও কেন্দ্রীয় ড্যাব এর সহ সভাপতি ডা মাহমুদ মাসুম আত্তার চন্দন (এসবিএমসি ১২)।এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড্যাবের আজীবন সদস্য ডা হামজা(এসবিএমসি ৩৮),ডা নওরোজ(এসবিএমসি ৩৮)

Leave A Reply

Your email address will not be published.