Take a fresh look at your lifestyle.

বিএমইউর সাবেক বেতার ভবন ক্যাম্পাসে স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন

৯৩

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এর উদ্বোধন করেন।

এই ক্লিনিকে শুধুমাত্র বিএমইউর বহির্বিভাগ থেকে রেফার করা রোগীরাই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিএমইউর বহির্বিভাগের রেফারকৃত রোগীরা রিউমাটোলজি কক্ষ নং ৯৭, জেরিয়াটিক মেডিসিন কক্ষ নং ৯৯, এরআরটি সেন্টার কক্ষ নং ৯৫ ও ৯৬, অপারেটিভ ডেন্টিস্ট্রি কক্ষ নং ২০, ডেন্টাল (পেরিওডন্টোলজি ডিভিশন) কক্ষ নং ৯৮ এ চিকিৎসাসবা নিতে পারবেন।

এই কার্যক্রমের উদ্বোধনের পর বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম পূর্ব ক্যাম্পাস ভবনের দ্বিতীয়তলার কনফারেন্স রুম ও তৃতীয়তলার ক্লাসরুমসমূহ পরিদর্শন করেন।

এ সময় বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহামান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, প্রধান প্রকৌশলী মো. জাফর ইকবাল, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মো. আরিফুল হক, সাধারণ জরুরি বিভাগের সহকারী পরিচালক ডা. রিয়াদুল জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.