Take a fresh look at your lifestyle.

৩ জুলাই বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি শুরু

65

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি শুরু হবে ৩ জুলাই। ভর্তি কার্যক্রম চলবে ১৩ জুলাই পর্যন্ত।

 

রোববার (২৯ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এতে সই করেছেন।

 

একই দিন প্রকাশিত অপর এক বিজ্ঞপ্তিতে বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৭ জুন) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ২৭ জুন অনুষ্ঠিত পরীক্ষার ফল ও এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ডিপ্লোমার নম্বর থেকে প্রাপ্ত স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী প্রাথমিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হলো।

 

এতে আরও বলা হয়, ২ জুলাই উপজাতীয় প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ৩ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা তিনি শারীরিক পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন, সেক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল হবে। এ ছাড়া ভর্তি পরবর্তী সময়ে কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল হবে।

 

ভর্তির সময় পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র ও মূল সনদপত্র, মেয়র, চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র অথবা জন্ম নিবন্ধনের কপি, চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সরকারি চাকরিজীবীদে ক্ষেত্রে নিয়োগপত্র, যোগদানপত্র ও কর্মস্থলের প্রত্যয়নপত্রের কপি এবং উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ অথবা গোত্র প্রধান এবং জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র প্রয়োজন হবে।

Leave A Reply

Your email address will not be published.