বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
উচ্চতর কোর্সে অধ্যয়নরত ১৪ চিকিৎসকের প্রেষণের মেয়াদ বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত চিকিৎসকগণ তাঁদের নামের পাশে বর্ণিত কোর্স এবং প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য পূর্বে মঞ্জুরকৃত প্রেষণ মেয়াদ নির্দেশক্রমে বর্ধিত করা হলো।
‘পূর্বে মঞ্জুরকৃত প্রেষণের সকল শর্তাদি বর্ধিত প্রেষণ মেয়াদের জন্য প্রযোজ্য হবে। আবেদনকারীর আবেদনে উল্লিখিত কোনো তথ্য ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত)’ অনুযায়ী ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।