বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
সরকারি হজ মেডিকেল টিম,২০২৫ এর সদস্য হিসেবে হজযাত্রীদের সেবায় সৌদি আরব গমন করছেন শেবাচিম এর ডা. রেজা ও ডা. কাজী মুনির।
আসন্ন হজ ২০২৫ এ বাংলাদেশী হজ যাত্রীদের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার হজ মেডিকেল টিম গঠন করেছেন।
সমস্ত দেশ হতে স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই টিম হজ চলাকালীন সৌদি আরব অবস্থান করে হজযাত্রীদের সেবা দান করবেন।
উক্ত টিমে অন্তর্ভুক্ত হয়েছেন শেবাচিম এর আবাসিক সার্জন ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মাজহারুল রেজওয়ান রেজা এবং নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী মুনিরুল ইসলাম।
এ উপলক্ষে তারা ২৬ এপ্রিল ২০২৫ হতে ১০জুন ২০২৫ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন এবং বাংলাদেশী হাজীদের সেবায় নিয়োজিত থাকবেন এবং পবিত্র হজ পালন করবেন।