বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ডেংগুতে আক্রান্ত বরগুনা জেলায় তীব্র আইভি স্যালাইন সংকটে থাকা সদর হাসপাতালে আইভি স্যালাইন প্রদান করছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর নির্দেশে আইভি স্যালাইন পৌঁছে দেয়া হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এর সার্বিক তত্বাবধানে এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পরিচালক (প্রশাসন) ও ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ, পরিচালক(প্রোগ্রাম) ব্যবস্থাপনায় বরিশাল বিভাগীয় কো অর্ডিনেটর ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদসহ ডা. আবদুল মুনেম সাদ, ডা. রাকিবুজ্জামান খান উপস্থিত থেকে বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রেজওয়ানুল আলম রায়হানের হাতে এই আইভি স্যালাইন পৌঁছে দেন। এসময় তারা হাসপাতালে সার্বিক খোঁজ খবর নেন।