Take a fresh look at your lifestyle.

শেবা‌চিম হাসপাতালে বীর প্রতীকের মৃত‌্যুতে তদন্ত ক‌মি‌টি গঠন

২৭১

 

নিজস্ব‌ প্রতিবেদক :

শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় বীর প্রতীক মোঃ রত্তন আলী শরীফের মৃত‌্যুতে তৎক্ষ‌নিক তদন্ত ক‌মি‌টি গঠন করেছেন প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর।

মে‌ডি‌সিন বিভাগের অধ‌্যাপক ডা. মো. মাহাবুবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের ক‌মি‌টি গঠন করা হয়েছে।

তদন্ত ক‌মি‌টির অন‌্য সদস‌্যরা হলেন, সহযোগী অধ‌্যাপক ডা: মাসুম আহমেদ, ডা: অমিতাভ সরকার, ডা: আল মামুন, ডা: মোহাম্মদ আলী রুমি ও সহকা‌রি অধ‌্যাপক ডা: মাহাদী হাসান।

শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের মে‌ডি‌সিন ইউ‌নিটন-১ এর অ‌ধী‌নে ৫ম তলার ৫০০৩ নং কে‌বিনে ৮২ বছর বয়‌সি বীর প্রতীক অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোঃ রত্তন আলী শরীফ শারীরক বি‌ভিন্ন সমস‌্যা নিয়ে চি‌কিৎসাধীন ছিলেন।

আজ রোববার সন্ধ‌্যায় তি‌নি মারা যান। বীর প্রতীকের মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধান এবং কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বে কোন অবহেলা বা অসঙ্গতি আছে কিনা তা তদন্ত করার জন‌্য প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর এই তদন্ত ক‌মি‌টি গঠন করেন।

তদন্ত কমিটিকে তদন্ত কার্য সম্পাদন করে ৩ কর্মদিবসের মধ্যে প‌রিচালকের নিকট প্রতিবেদন প্রদান করার জন্য বলা হয়েছে।

উল্লেখ‌্য শ‌নিবার হাসপাতাল প‌রিচালকের সহযোগীতায় বীর প্রতীক অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোঃ রত্তন আলী শরীফ কে ৫০০৩ নং কে‌বিনে ভ‌র্তি করানো হয়। আজ সন্ধ‌্যার বীর প্রতীকের মৃত‌্যুর খবর শুনে সেখানে ছু‌টে যান প‌রিচালক। অতঃপর রোগীর স্বজনদের মৌ‌খিক অ‌ভিযোগের প্রেক্ষিতে প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর তদন্ত ক‌মি‌টি গঠন করেন।

Leave A Reply

Your email address will not be published.