নিজস্ব প্রতিবেদক :
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নতুন রূপে পুনর্গঠিত সার্জারি ইউনিট–২ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইউনিটটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পরিচালক ডা. মাহমুদ হাসান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করীম মিতুসহ হাসপাতালের বিভিন্ন বিভাগীয় চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের পরিচালক বলেন, “শেবাচিম হাসপাতালে চিকিৎসাসেবা আরও আধুনিক ও রোগীবান্ধব করতে ধারাবাহিক উন্নয়ন কাজ চলছে। নতুন সার্জারি ইউনিট রোগীদের সেবা আরও সহজ ও দ্রুত করবে। আগামী দিনে হাসপাতালের সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে।”
উদ্বোধনের পর নতুন ইউনিটে আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু হয়।