Take a fresh look at your lifestyle.

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ড্যাবের নবনির্বাচিত নেতারা

37

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ার পর সংগঠনের নবনির্বাচিত ড. হারুন-শাকিল পরিষদের নেতারা ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান প্রেরিত এক বিবৃতিতে হারুন-শাকিল পরিষদের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ৯ আগস্ট অনুষ্ঠিত ড্যাবের নির্বাচনে ডা. হারুন–শাকিল পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় আমরা সকল ভোটার এবং শুভানুধ্যায়ীদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ভোটার ছিলেন না, তবু আমাদের জন্য দোয়া ও পরিশ্রম করেছেন, তাদের প্রতিও আমদেরা কৃতজ্ঞ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকরা  আমরা একই পরিবারের সদস্য। নির্বাচন এখন শেষ, এখন আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব দেশের জন্য, দলের জন্য এবং ড্যাবের জন্য কাজ করা।

নবনির্বাচিত নেতারা বলেন, ‘আমরা ড্যাবের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে একে গণমুখী, বিজ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করবো। এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’র ৩১ দফার ২৬ নম্বর দফা অনুসারে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা অগ্রসর হবো।

বিবৃতির শেষাংশে বলা হয়, ‘আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা বিজয়ী হয়েছি—এই বিজয় শুধু আমাদের নয়, এটি সকল ড্যাব সদস্য, চিকিৎসক সমাজ এবং গণতান্ত্রিক চেতনার বিজয়। আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Leave A Reply

Your email address will not be published.