Take a fresh look at your lifestyle.

বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিকে গ্রাহক ঠকানো ও প্রতারনার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

৫৬

অনলাইন ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হল।

আপনারা ডাকাত চিনেন? উনারা দিনে দুপুরে রাতে প্রত্যেকটা মানুষের সাথে ডাকাতি করে আসছে প্রতিনিয়ত ।
চলুন আমার সাথে ঘটে যাওয়া কাহিনি গুলো বলছি :
আমি আর আমার ভাবি ১৬ .১০.২৫ তারিখ এ আমি সেখানে যাই (তখন তাদের করা হাইড্রা ফেসিয়াল ২০০০ হাজার টাকার পোস্ট দেখে) আমি মূলত হাইড্রা ফেসিয়াল করাতেই যাই তখন ওদের কাছে বলার পর ওরা জানায় ২০০০ টাকার সার্ভিস টা ৭৫০০ টাকা পরে । আমি বললাম আপনাদের পেজে তো ২০০০ টাকা দেখলাম তখন ওনারা জানায় আপু এইরকম না করলে তো কাস্টমার আসবে না যেমন ওইটা দেখেই তো আপনারা আসছেন
মনে মনে বললাম এখন যেহেতু এসেই পড়েছি সার্ভিস নিয়েই যাই কি করার সার্ভিস নেয়ার আগে ফ্রি তে ডক্টর দেখিয়ে then সার্ভিস নিতে বলল ওরা । তখন ডক্টর দেখালাম ডক্টর আমাকে একটা ফার্মেসি থেকে এন্টিভেটিক ওষুধ কিনতে বলল আর একটা রিপেয়ার ক্রিম ইউজ করতে বলছে যেইটা কিনা ওদের প্রোডাক্ট আর আমাকে EPN নিতে বলল ডক্টর। এরপর যখন ওদের রিসিভেশন এ আসি তখন ওরা বলল আমাকে ( আপু আপনার ফেস এ পিম্পল আছে আপনি হাইড্রা করতে পারেন না তখন (আমার ফেস এ ১ টা পিম্পল ও ব্ল্যাকহেড হোয়াইট হেড এর প্রবলেম ছিলো) পরে ওরাও EPN করতে বলল
তখন প্রাইস জিজ্ঞেস করলাম ওরা প্রথমেই বলল আপু আপনি যদি একসাথে ১২ টা নেন ৬০,০০০ টাকা পড়বে তখন আমি বললাম না আপু এত টাকা আনি নেই আপনি ১ টা সেশন এর দাম বলেন বলল ১২,০০০ টাকা then বললাম আপনারা তো প্রথম কাস্টমারদের ৬০% ডিসকাউন্ট দিয়ে থাকেন আপনাদের পেজে আমি কথা বলেই আসছি তখন বলল হে আপু ডিসকাউন্ট এ ২ হাজার সামথিং বলসে আমার খেয়াল নেই তখন ওরা আমাকে এক গাধা প্রোডাক্ট বের করে দেখিয়ে বলল আপু এইগুলো নেন আমি বিল করে দিচ্ছি পরে বললাম এত কিছু কেন আমাকে জাস্ট আপনাদের এইখান থেকে ১ টা রিপেয়ার ক্রিম ডক্টর নিতে বলেছেন তখন বলল আপু EPN করলে আপনার এই প্রোডাক্ট গুলো লাগবেই তখন ভাবলাম ওকে নিয়ে ফেলি তাহলে ওদের বললাম বিল করতে ওরা বলল ফেস ওয়াশ,ভিটামিন সি ক্রিম,সানস্ক্রিন,গামিস টোটাল বিল ১৩৮৯৯ টাকা 🙂
বললাম না আপু থাক লাগবে না ডক্টর আমাকে শুধু মাত্র আপনাদের থেকে রিপেয়ার ক্রিম টাই নিতে বলেছে আমি এটা ছাড়া অন্য কিছু নিবনা আমার বাসায় সব কোরিয়ান ব্র্যান্ড এর skincare আছে পরে আমি খেয়াল করলাম ওদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে ২ জন চিমটা চিপটি করছে এর পর বলল আপু টোটাল ১২০০০ টাকা দিয়েন আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছি আমি বললাম না আপু আমি নিব না বললাম আমার EPN টা শুরু করেন ।তখন বলল pay first আমি ২০০০ টাকা বের করে বললাম নেন আপু তখন বলল আপু ২০০০ কেন ? আমি বললাম আপনি তো বললেন ২০০০ টাকা সামথিং! ওরা বলল না ৪০০০ টাকা আমি আবারও বললাম আপনি তো কিছুক্ষন আগেই বললেন ২০০০ এখন আবার ৪০০০? বলল হে আপু এর কম হবে না আমি ২০০০ বলি নাই আচ্ছা আপনি ৩৫০০ টাকাযই দিয়েন
(কিভাবে কথা ঘুরাইল শুধু দেখবেন)
আমার সাথে নগদ কোথায় পল্টি মেরে ফেলল আমি তখন আর কথা বাড়াই নাই pay করে দিলাম ৩৫০০ টাকাই
then আমার ফেসে একটা এনেসথেসিয়া লাগানো হলো পরে বললো ৪৫ মিনিট ওয়েট করতে পরে আমি ওদের রিসিভেশন রুমে সোফায় বসলম এখন বলবো ওদের ডাকাতির কথা (গ্রাম থেকে ১ পরিবার আসে বাবা মা আর তাদের মেয়ে)
দেখলাম আসে বসল আমাদের বসা সোফার আগের সোফায় দেখলাম বায়োক্সিন এর ২ স্টাফ বলা বলি করছে ( কই থেকে আসছে এই মহিলা রা ইস ) বলে ২ জন হাসা হাসি করছে এইসব কাহিনী গুলো আমি আর আমার ভাবি নোটিস করলাম এর পর এক স্টাফ গেলো তাদের কাছে প্রবলেম এর কথা বলতে বললো মূলত আমি দেখে যা বুঝলাম পরিবারের মেয়ে টার সামনে বিয়ে তাই এইখানে আসছে কোনো এক সার্ভিস নিতে মেয়েটি খানিকটা কালো রঙের তখন তারা ওই মেয়ে টাকে হাইড্রা ফেসিয়াল টা স্যাজেস্ট করে পরিবারও রাজি হয়ে যায় এক পর্যায় তারা দামের কথা জিজ্ঞেস করলো বললো যদি একটা সেসন নেন ২০,০০০ টাকা পড়বে আর ৩-৪ টা সেসন নেন ডিসকাউন্ড এ ৫০,০০০ টাকা পড়বে তখন খেয়াল করলাম পরিবার একটু ঘাবড়ে যায় ৩ জন ৩ জনের চোখের দিকে তাকাচ্ছিলো পরে বললো ১ টা সেসন ই করাবো পরে দেখলাম কাউন্টার এ ২০,০০০ টাকা pay করতে এইখানে কথা হচ্ছে আমার ভাবির কাছ থেকে ১ টা সেশন ৭৫০০ টাকা রাখা হয়েছে ডিসকাউন্ট এ কিন্তু সেম সার্ভিস তাদের কাছে ২০,০০০ টাকা রাখা হয়েছে পরিবার টি ছিলো খুবই সহজ সরল যা বলেছে তাতেই রাজি হয়ে গেছে ( বায়োক্সিন এর স্টাফ রা মূলত যার থেকে যেই দাম নিতে পারে করো থেকে বেশি করো থেকে একটু কম) যাদের থেকে যেই কোপ মারতে পারে
so যাই হোক এক পর্যায় ৪৫ মিনিট হয়ে যায় EPN করা শেষ করলাম ডক্টর বলছে ১৫ দিন পর আসতে আবার EPN করাবে ।
এরপর কাউন্টে আসলাম বললাম নেক্সট এ আসলে কি অফার টা পাবো না? স্টাফ টি বলল হে আপু অফার এ ৫,০০০ টাকা পড়বে ডিসকাউন্ট দিলে ৩৫০০ টাকা ই পড়বে আমি বললাম ঠিক আছে
বাসায় চলে আসি ২-৩ ঘন্টা পর কল আসলো তাদের এইখান থেকে বলল আপনার সার্ভিস নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করতে । বললাম : টাকার বেপার আপনারা ১৯ ২০ করেছেন যা আমার মোটেও ভালো লাগে নেই বলে ফোন কেটে দিয়েছি।
কেটে গেলো ১৪ দিন
কল আসলো এইখান থেকে তারা আমাকে বলছে সার্ভিস নিতে ২ য় সেশন আমি বললাম আজকে আসব পরে ওইদিন আমার আবার কাজ ছিলো তাই যাওয়া হয় নাই তার পরের দিন
৩১-১০-২৫ এ যাই বললাম EPN করব ২ য় সেশন আমাকে তারা চিনতে পারলো । বললো : EPN করাতে এখন ১০,০০০ টাকা লাগবে
আমি বললাম: ১০,০০০ টাকা কি মুখের কথা? বললেন আর দিয়ে দিবো? ১০ হাজার টাকা ১ দিনে হালাল পথে ইনকাম করে দেখান (৫০০০ টাকা হলেও একটা কথা)আপনারা বললেন অফার এ ৫,০০০ টাকা ডিসকাউন্টে ৩৫০০ টাকা রাখবেন বলেছেন এখন ১০,০০০ ? স্টাফ বলল : কোম্পানী থেকে বলা হয়েছে ১০,০০০ টাকা আমাদের কিছু করার নেই আমি বলে আসলাম : ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ বলে চলে আসলাম
ওরা ১ ম সেশন এ ডিসকাউন্ডের কথা বলে ২ য় সেশন এ কোপ মারে জানে যে এখন ১০,০০০ হাজার হোক ২০,০০০ হাজার হোক সেশন একবার যেহেতু করসে 2d বার করাইতে হবেই যাই হোক আমি তাদের ফাঁদে আর পা দেইনাই
এখন বলি তাদের তাদের EPN সার্ভিসের কথায় ডক্টর আমার গাল ব্রণ স্টিক দিয়ে গুটাইয়া কাইটা ফেলাইছে তার পর কাটা জায়গা তেই EPN করেছে আমার গাল ব্যথায় ফুলে গেসিলো কথাও বলতে pari নাই ৩-৪ দিন
ধীরে ধীরে আমার ফেয়ার স্কিন ৩-৪ সেড কালো হয়ে গেসে ফেস এ ব্রনস্টিক এর কালো দাগ দিয়ে ভরে গেসে মনে হইতাসে পুইরা গেসে আমার স্কিন এখন পুরাই খারাপ হয়ে গেসে
আমি বলবো জারা যাওয়ার প্ল্যান করতেসেন pls বোনেরা যাবেন না সতর্ক করে দিলাম এখন বাকি টা আপনাদের ইচ্ছা শুধু মাত্র আমার এক্সপিরিয়েন্স টা শেয়ার করলাম এখন আমার স্কিন নিয়ে অনেক ভুক্তিছি আমি একজন বিউটি প্রোডাক্ট অনলাইন ব্যবসায়ী আমার স্কিন আমি ঠিক করতে পারবো বাট জারা ভুক্তভোগী তাদের কি হবে???

Leave A Reply

Your email address will not be published.