Take a fresh look at your lifestyle.

বরিশালে আন্দোলনরত ইন্টার্নদের সমর্থন দিয়েছে মিড লেভেল ডক্টররা

72

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
স্পেশাল বিসিএস এর সময় পরিবর্তনের দাবিতে আন্দোলন ইন্টার্নদের, সমর্থন দিয়েছে মিড লেভেল ডক্টররা।

 

চিকিথসক সংকট নিরসনে ৪৮ তম স্পেশাল বিসিএস এ ৩০০০ চিকিৎসক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন জুলাই এর ১৮ তারিখ প্রিলিমিনারী পরীক্ষার আয়োজন করেছে।

 

কিন্তু সার্কুলার প্রকাশের পর অত্যন্ত কম সময় রাখায় ইন্টার্ন চিকিথসকগন এই ডেট লাইনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন।

 

এছাড়া প্রিলিমিনারী ও রিটেন পরীক্ষায় স্বচ্ছতার জন্য প্রাপ্ত নাম্বার প্রকাশের দাবিসহ ৪ দফা দাবিতে তারা কর্ম বিরতির হুমক দিয়েছেন।

 

তাদের যৌক্তিক দাবিতে সমর্থন দিয়েছে শেবাচিম মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন।

 

এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা ফয়সাল আহমেদ জানান চিকিথসকদের সকল যৌক্তিক দাবিতে পাশে দাড়ান তাদের কর্তব্য।তাই তাদের দাবির প্রতি পূর্ন সংহতি ও সমর্থন জানান হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.