নিজস্ব প্রতিবেদক :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে অনুষ্ঠিত হলো স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার। রবিবার (৯ নভেম্বর) এই সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণ করেন বিভিন্ন ফ্যাকাল্টির শতাধিক ছাত্রী।
শেবাচিম ক্লিনিকাল অনকোলজি বিভাগ ও বরিশাল বিশ্ববিদ্যালয় বিতর্ক সোসাইটি (বিইউডিএস) যৌথভাবে এই সচেতনতা প্রোগ্রামের আয়োজন করে।
অনুষ্ঠান উদ্ভোধন করেন শেবাচিম ক্লিনিকাল অনকোলজি বিভাগের প্রধান ডা. আ.ন.ম. মঈনুল ইসলাম।
স্তন ক্যান্সার প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডা. মো: মহসীন হাওলাদার, ডা. ফারহানা খান, ডা. সিরাজুস সালেকীন ও ডা. শাহরিন জাহান। শেষে শেবাচিম বিতর্ক ফোরাম ও বিইউডিএস এর বিতার্কিকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্কে শেবাচিম বিতর্ক ফোরাম বিজয়ী হয়। বিতর্ক পরিচালনা করেন ডা. সাজিদ রেজওয়ান ও মো: মেহেদী হাসান। পরিশেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।