Take a fresh look at your lifestyle.

ফ্যাসিস্ট দোসরদের ড্যাবে অনুপ্রবেশে প্রতিরোধ;শাস্তি শেবাচিমের তরুন ড্যাব নেতৃত্বের

187

নিজস্ব প্রতিবেদক :
জাতীয়তাবাদী চিকিথসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর আসন্ন নির্বাচন কে ঘিরে সদস্য রিনিউ এর জন্য কাউন্সিল মেম্বারদের সাক্ষাতকারস্থলে ফ্যাসিবাদী আওয়ামীপন্থী সংগঠন স্বাচিপের সাথে জড়িত চিকিথসকগন উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়।

বিশেষত ২০০৯ সালে পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও তথকালীন ড্যাবের শীর্ষস্থানীয় নেতা ডা এ এজ এম জাহিদ হোসেন এর বিষয় প্রকাশ্যে অগ্রহনযোগ্য বক্তব্য প্রদান করে ড্যাব থেকে বহিষ্কৃত ডা জাকির হোসেন এবং স্বাচিপের সদস্য এবং আওয়ামী লীগের দক্ষিনাঞ্চলের শীর্ষ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ এর পার্শচর, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে শেবাচিম থেকে পদত্যাগকারী ডা সাইফুল ইসলাম কে ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারন করে। যার প্রেক্ষিতে সদ্য বিলুপ্ত ড্যাবের সাংগঠনিক সম্পাদক ও শেবাচিম ড্যাবের সাধারন সম্পাদক ডা ইমতিয়াজউদ্দিন সাজিদ ও ডা শাওন বিন রহমান, ডা রাকিবুজ্জামান তাদের সভা স্থল থেকে বেড় করে দেন।

উদ্ভুত পরিস্থিতিতে ডা জাকির, ডা সাইফুলদের আশ্রয় প্রশ্রয়দানকারী ড্যাবের অপর গ্রুপ কাউন্সিল মেম্বারদের কার্যক্রম এ বাধা সৃষ্টি করেন।

এ পরিস্থিতিতে ড্যাবের কাউন্সিল মেম্বার গন তদন্ত কমিটি গঠন করেন এবং স্বাচিপ সদস্যদের আশ্রয়দানকারী ড্যাব নেতাদের সাথে সাথে ডা সাজিদ, ডা শাওন, ডা রাকিবুজ্জামান এর সদস্য পদ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেন। ডা সাজিদ, ডা শাওন এর মত দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ফ্যাসিস্ট প্রতিরোধ কে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে আখ্যায়িত করে শাস্তির আওতায় আনায় শেবাচিম সহ ড্যাব সদস্যরা মর্মাহত ও বিস্মিত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শেবাচিম ছাত্রদলের প্রেসিডেন্ট জি.এম.রাফসান জানি আবির বলেন, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৬ /১৭ টি বছর ডা.সাজিদ ভাই -ডা.শাওন ভাইদের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করলাম, অত্যাচার নির্যাতন,জেল-জুলুমের শিকার হলাম, আজ দলে তাদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে সাজিদ ভাইরা ষড়যন্ত্র,বৈষম্যের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছেন।। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে অন্যায়ভাবে হওয়া এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

শেবাচিম ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মো: রাব্বী আলম বলেন, ১/১১ পরবর্তী সময়ে শেবাচিম ছাত্রদলে স্লোগান দেওয়ার যখন কেউ ছিল না, নিজ স্বার্থে যখন ছাত্রদল ড্যাবের অনেকেই আওয়ামীলীগের সাথে আঁতাত করে চলতো, তখন শেবাচিম ক্যাম্পাসে প্রকাশ্যে বীরদর্পে ছাত্রদল তথা জাতীয়তাবাদীর মশাল উড়িয়েছেন, দলকে সুসংগঠিত করেছেন এই সাজিদ ভাইরা। দলের দুঃসময়ের পরীক্ষীত এই নেতৃবৃন্দের চিহ্নিত দুজন আওয়ামীলীগারকে ঠেকাতে গিয়ে যে শাস্তির মুখে, তা নিন্দনীয় ও হতাশাজনক।অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই এবং দুর্দিনের এই নেতৃবৃন্দের সুদিনে সঠিক মূল্যায়ন চাই।

Leave A Reply

Your email address will not be published.