Take a fresh look at your lifestyle.

নাইজেরিয়ায় মেডিক্যাল মিশন করেছে বাংলাদেশের Children’s Cardiac Cath

৪৬

নাইজেরিয়ায় মেডিক্যাল মিশন করেছে বাংলাদেশের Children’s Cardiac Cath Foundation
হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান Children’s Cardiac Cath Foundation সম্প্রতি নাইজেরিয়ার আনামবরা রাজ্যের ওরাইফিতে নামক অঞ্চলের একটি হাসপাতালে ১১ দিন ব্যাপী একটি মেডিক্যাল মিশন পরিচালনা করে।

অক্টোবর ১৫-২৬, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই মিশনে নাইজেরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১১ টি শিশুর কার্ডিয়াক ক্যাথ সম্পন্ন করা হয় এবং ৫৯ টি শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মূল্যায়ন করা হয়।

এই মেডিক্যাল মিশনে অংশ নেন বাংলাদেশ থেকে Children’s Cardiac Cath Foundation (CCCF) এর চিফ অপারেটিং অফিসার ডঃ শামিমুর রহমান এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউশন এর Pediatric Cardiology বিভাগের প্রধান ডক্টর রেজওয়ানা রিমার নেতৃত্বে একটি টিম যেখানে ছিলেন ডক্টর খালিদ খান, ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী, আজগর আলী এবং রবিউল ইসলাম।

শিশুদের হৃদযন্ত্রের ছিদ্র সারানোর জন্য নাইজেরিয়ায় এই আয়োজনে বাংলাদেশ থেকে কোন মেডিক্যাল মিশনের এটি ছিল একটি সফল এবং প্রশংসিত অংশগ্রহণ। বাংলাদেশের ডাক্তারদের এই সাফল্য স্থানীয়ভাবে নাইজেরিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে। এই ধরণের উদ্যোগ এবং তাতে নিয়মিত অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।

উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঞ্চলে প্রতিষ্ঠিত Children’s Cardiac Cath Foundation (CCCF) ২০২১ সাল থেকে Basic Needs Program নামে কাজ করে চলেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩০০ জনের অধিক শিশুর হৃদযন্ত্রের ছিদ্র সারানোর ক্ষেত্রে তারা আর্থিক অনুদান দেয়ার ব্যাবস্থা করেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠান নেপালে তাদের কাজ সম্প্রসারণ করেছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.