Take a fresh look at your lifestyle.

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১

১৯৮

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২১ জন আক্রান্ত হয়েছে। এই সময়ে ৪৪১ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক পাঁচ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৭৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Leave A Reply

Your email address will not be published.