বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বরিশালে ডেঙ্গু নিধন, করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও নগর পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করেছে জাতীয় নাগরিক পার্টি।
রোববার (১৫ জুন) দুপুরে বরিশাল নগরের সদর রোডে জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা শাখার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আবু সাইদ মুসা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বরিশাল নগরীর প্রতিটি ওয়ার্ড মশা নিধন কার্যক্রম জোরদার করা এবং নিয়মিত কীটনাশক ছিটানো, পানি নিষ্কাশদের কার্যকর উদ্যোগ গ্রহণ, ডেঙ্গু ও করোনা সম্পর্কে নগরবাসীকে সচেতন করতে প্রচারাভিযান পরিচালনা,পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী সরবরাহ নিশ্চিত করা, স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন দাবি জানান।
পরে তারা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।