Take a fresh look at your lifestyle.

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাইনি বিশেষজ্ঞের মৃত্যু

৫৭

হেলথ ইনফো ডেস্ক :
কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আজিম কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ডা. কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। রোগের জটিলতা বাড়তে থাকলে তার কিডনি ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শনিবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেওয়া হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ডা. ফাহমিদা আজিম কাকলী ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে গাইনি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সহকর্মী, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রিয় একজন শিক্ষক-চিকিৎসক।

স্বজনরা জানিয়েছেন, আপাতত তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার একমাত্র কন্যা তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.