Take a fresh look at your lifestyle.

ডা. সাদির জামিন মঞ্জুর

২৩৬

নিজস্ব প্রতিবেদক :
ডা. সাদি সহ ডেলটা মেডিকেল এর ৫ কর্মকর্তা কর্মচারীর জামিন মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য জুলাই আন্দোলনে রিকশা চালক ইসমাইল ডেলটা মেডিকেলের গেটে গুলি লাগা মাত্র শহিদ হন।

পরবর্তীতে ডা সাদি সহ অন্যান্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করেও গুলির মুখে ফিরে যেতে ব্যর্থ হন। কিন্তু সাম্প্রতিক সময়ে শহীদ ইসমাইলের ছবি ভাইরাল হলে বিভ্রান্তিমূলক মামলায় ডা সাদি সহ ডেলটা মেডিকেলের গার্ডদের গ্রেপ্তার করা হয়, আড়ালে থেকে যায় গুলি বর্ষনকারীরা।

এর প্রেক্ষিতে বি এন পি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব, জামায়াত সমর্থিত এন ডি এফ, ইনকিলাব মঞ্চ, জনপ্রিয় এক্টিভিস্ট ডা পিনাকী, ডা আসিফ সহ চিকিৎসক সমাজ আন্দোলন গড়ে তোলে। যার প্রেক্ষিতে আজ ডা সাদি সহ সকলের জামিন মঞ্জুর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.