Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে আন্তঃমেডিকেল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেবাচিম, রানার্সআপ চমেক

16

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্তঃমেডিকেল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)। আর রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)।

গত ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রাথমিকভাবে সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ২২টি দল অংশগ্রহণ করে। অনলাইনে ১১ এপ্রিল প্রিলিমিনারি, ১৫ এপ্রিল কোয়ার্টার ফাইনাল এবং ১৯ এপ্রিল সেমিফাইনাল শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের টিম সিএমসিডিসি অরোরা এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরামের টিম এসবিএমসিডিএফ ৭১ এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়।

এসবিএমসিডিএফ ৭১ টিমের বিতার্কিক হিসেবে ফারহান ফুয়াদ চৌধুরী, আরিফ হাসান ও মশিউর রহমান অংশগ্রহণ করেন। সিএমসিডিসি অরোরা টিমের বিতার্কিক হিসেবে আরিক হাসান লোহানি, মারুফা মাফরিন মাহি, মাহমুদুল ইসলাম অংশগ্রহণ করেন।

ফাইনাল বিতর্কে  টিম এসবিএমসিডিএফ ৭১ জয়লাভ করে। ডিবেটার অব দ্য ফাইনাল হিসেবে নির্বাচিত হন ফারহান ফুয়াদ চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

Leave A Reply

Your email address will not be published.