Take a fresh look at your lifestyle.

কর্মচারী হাসপাতাল: ৮ নভেম্বর থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে টিকিট দেওয়া হবে না

৭৭

হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে আগামী ৮ নভেম্বর থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে টিকিট দেওয়া হবে না। চিকিৎসা সেবা নিতে আগ্রহীদের পূর্বেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে কোনো চিকিৎসক দেখানো বা চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে না।

তবে জরুরি বিভাগের চিকিৎসা সেবার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

হাসপাতল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য, সরকারি সুবিধাভোগী অন্যান্য ব্যক্তি এবং হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে এর জন্য তাঁদের পূর্বে হাসপাতালের সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে।

যাঁরা এখনো নিবন্ধিত নন, তাঁরা প্রথমবার প্রয়োজনীয় কাগজপত্রসহ হাসপাতালে এসে নিবন্ধন করে সেদিনের জন্য সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। পরবর্তী সময়ে তাঁদের অনলাইনের মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে। অন্য নম্বর ব্যবহার করলে যাচাইয়ে ভিন্নতা দেখা গেলে সরকারি কর্মচারী হিসেবে টিকিট দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে নির্ধারিত দিনের ৬ দিন আগে থেকে এবং সেই দিন দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ১টার পর টিকিট কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না।

জরুরি বিভাগ বা হাসপাতালের অন্য বিভাগ থেকে বহির্বিভাগে রেফার করা রোগীদের ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। এছাড়া বেসরকারি ব্যক্তি হিসেবেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, তবে তাঁদের পূর্ব নিবন্ধন বাধ্যতামূলক নয়।

প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে পুনরায় নেওয়া যাবে।

সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ মেনু থেকে সহজেই এই সেবা গ্রহণ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

Leave A Reply

Your email address will not be published.