Take a fresh look at your lifestyle.

অনশনরত ছাত্রদের চিকিৎসার জন্য ২টি মেডিকেল টিম গঠন

86

 

নিজস্ব প্রতিবেদক :

হাসপাতালের সামনে অনশনরত ছাত্রদের চিকিৎসার জন্য ২টি মেডিকেল টিম গঠন করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। আজ বুধবার দুপুরে মেডিসিন বিভাগের আরপি ডা. শরীফ উদ্দিন রায়হান কে প্রধান করে এই পৃথক মেডিকেল টিম গঠন করা হয়।

মেডিকেল টিমের অপর সদস্যরা হলেন, মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. সপ্না বেগম, মেডিসিন ২ নং ইউনিটের আইএমও ডা. মেহেদী হাসান সৃজন, মেডিসিন ২ নং ইউনিটের আইএমও ডা. দিলিপ রায়, মেডিসিন ১ নং ইউনিটের আইএমও ডা. মো. আবু নোমান, মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. মো. সালেহ উদ্দীন ও মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. সাজ্জাদ উজ্জামান। হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই মেডিকেল টিম গঠন করা হয়। গঠিত মেডিকেল টিমকে হাসপাতালের সামনে অনাশনরত শিক্ষার্থী ও ছাত্র-জনতার সার্বিক চিকিৎসা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে অনশনে বসে শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ান ও সাফিন মাহমুদ সহ অন্যান্যদের হাসপাতালের ভিতরে ওয়ার্ডে নিয়ে চিকিৎসার চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারা হাসপাতালের মূল গেট থেকে ওয়ার্ডে চিকিৎসার জন্য যাবেন না বলে জানিয়েছেন। এই প্রেক্ষিতে ওই স্থলে হাসপাতালের পক্ষ থেকে ফ্যান, ফোম, স্যালাইন স্ট্যান্ডসহ স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, অনাশনরত শিক্ষার্থীদের ওয়ার্ডে এনে চিকিৎসা দেয়া প্রয়োজন। তারা ওয়ার্ডের বেডে চিকিৎসা নিলে সুস্থ থাকবেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের ওয়ার্ডের আনার চেষ্টা করা হয়েছে। এমনকি তাদের জন্য ৮ সদস্যের ২টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। কিন্তু তারা কোন ভাবেই হাসপাতালের গেটের সামনে থেকে ওয়ার্ডে আসতে চাচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.