৮৫ চিকিৎসক হলেন সহযোগী অধ্যাপক

হেলথ ইনফো ডেস্ক :
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৮৫ জন চিকিৎসকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পার-১ শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবর মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ রয়েছেন পেডিয়াট্রিক সার্জারি বিভাগের ২২ জন, এরপর ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১১ জন,গাইনি এন্ড অবস্ বিভাগে ১১ জন,এ্যানেসথেসিওলজি বিভাগে ছয়জন, নেফ্রোলজি বিভাগের ছয়জন,ইউরোলজি বিভাগে ছয়জন, বায়োকেমিস্ট্রি বিভাগে তিনজন,প্লাস্টিক সার্জারি বিভাগে তিনজন,কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস বিভাগে দুইজন, নিউরোসার্জারি বিভাগে দুইজন,এ ছাড়া নিউক্লিয়ার মেডিসিন, ফিজিওলজি বিভাগে একজন, রেসপিরেটরি মেডিসিন, অকুপেশনাল এন্ড এনভায়রনমেন্টাল হেলথ,অর্থোডন্টিক্স,পেরিওডোন্টলজি, প্রস্থোডন্টিক্স, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি এন্ড মাইকোলজি, মেডিসিন, রেডিয়েশন অনকোলজি,হেপাটোলজি, ও হেমাটোলজি বিভাগে একজন করে চিকিৎসক রয়েছেন।

Comments (০)
Add Comment