৫০০ থেকে এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতাল

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালকে ৫০০ থেকে এক হাজার শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদনও দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির আদেশটিতে সই করেছেন।

প্রশাসনিক অনুমোদনের ক্ষেত্রে বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন আবশ্যিকভাবে পালনের শর্ত আরোপ করা হয়েছে আদেশটিতে।
প্রশাসনিক আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত সকল বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন আবশ্যিকভাবে পালনের শর্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুর প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।

এর আগে গত ৯ জুলাই এক চিঠিতে নিন্স হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্মতির কথা জানায় অর্থ মন্ত্রণালয়।

Comments (0)
Add Comment