২৪ জুলাই সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ক্লাস শুরু

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

 

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে ক্লাস শুরু হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৪ জুলাই শুরু হবে।

এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যার্থে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, ইউজিসি চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: মেডি ভয়েস

Comments (0)
Add Comment