হবিগঞ্জে চিকিৎসক না হয়েও স্বাস্থ্যসেবা: প্রতারকের ৩ মাসের কারাদণ্ড

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাজল নাথ নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ আগস্ট) বিকালে পরিচালিত এ অভিযানে তাকে সাজা দেওয়া হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের চেম্বারে রোগী দেখা অবস্থায় কাজলকে আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ভুয়া আল্ট্রাসনো করা এবং মেডিকেল রিপোর্টে কাজল নাথের সই করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া তিনি চিকিৎসক হিসেবে সনদপত্র দেখাতেও ব্যর্থ হয়েছেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যসেবার নামে জনগণের জীবনহানির আশঙ্কাজনিত অভিযোগে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বর্তমানে কাজল নাথ কারাগারে আছেন।

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment