স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান

হেলথ ইনফো ডেস্ক :
পদত্যাগের এক দিনের মাথায় আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। আজ বৃহস্পতিলবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নম্বর: ০৪.০০.০০০০.৪২১.৮৪.০০৮.২৪.০১-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা Rules of Business, 1996 এর rule 3B (i) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। Rules of Business, 1996 এর rule 3B(iia) অনুযায়ী তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।’

‘বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’—বলা হয় প্রজ্ঞাপনে।

এর আগে গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগপত্র জমা দেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়।

রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে এতে আরও বলা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

Comments (০)
Add Comment