হেলথ ইনফো ডেস্ক :
সহকারী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আরও ৬৪৭ চিকিৎসক। বুধবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পার-১ শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহকারী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।
কোন বিভাগে কত চিকিৎসক?
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথে দুইজন, ইপিডেমিওলজি বিভাগে ছয়জন, অ্যানেসথেশিওলজি বিভাগে ১৩৮ জন, কার্ডিয়াক সার্জারি বিভাগে ২২ জন, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগে ২০ জন, চর্ম ও যৌন বিভাগে ৯৩ জন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগে পাঁচজন, নেফ্রলজি বিভাগে ৪৮ জন, ফিজিওলজি বিভাগে ৪১ জন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৬ জন, মেডিসিনে ২৪২ জন ও হেমাটলজি বিভাগে ১৪ জন চিকিৎসক রয়েছেন।
অনুসরণযোগ্য বিধিবিধান
‘সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণকে সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না’—বলা হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, ‘এ ছাড়া লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাগণের লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি/পদায়ন কার্যকর হবে। পরবর্তীতে কোন চিকিৎসক কর্মকর্তার বিরুদ্ধে কোন বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’