সাতক্ষীরায় হাসপাতালে ডাক্তার নার্সদের ওপর হামলা, ভাঙচুর, স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
সাতক্ষীরায় সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনায় নেতৃত্বদানকারী স্বেচ্ছাসেবকদলের সাবেক জেলা সভাপতি মানিককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে সদর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল আহমেদ মানিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মী (মাসুদ) বলেন, ‘শাহিনুর রহমান নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত স্টাফদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।’একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে কয়েকজন স্টাফদের ওপর হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় ঢাকা থেকে আসা চিকিৎসক তানভিরকে বেধড়ক মারপিট করে হামলাকারীরা।

 

অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক বলেন, ‘যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষু রোগীর স্বজনদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি শামিনুল হক বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমরা এখন থানায় অভিযোগ দিয়েছি। এ ছাড়া হামলা ও ভাঙচুরের কারণে বন্ধ থাকা হাসপাতালের জরুরি বিভাগ দ্রুত চালু করা হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে সোহেল আহমেদ মানিক। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর একটি জৈবসারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দিয়ে নির্বাহী ম্যজিস্ট্রেটকে গালাগাল করা এবং গত ১৫ জানুয়ারি সাতক্ষীরা শহরে সাতক্ষীরা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও এক শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতাল ভাংচুর ও স্টাফদের ওপরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

 

শনিবার (৩ এপ্রিল) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা মানিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে দলটি।

 

বহিষ্কার পত্রে জানানো হয়, ‘সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সঙ্গে অসাধাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

এর আগে, শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিংসক না থাকাকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতালে এ ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শনিবার বিকেলের দিকে দলটির পক্ষ তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

 

Comments (0)
Add Comment