শেবাচিম ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের ‘ফেজ এন্ডিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
শের-ই-বাংলা মেডিকেল কলেজে এমবিবিএস ২০২৩-২৪ সেশনের (৫৫তম ব্যাচ) শিক্ষার্থীদের ‘ফেজ এন্ডিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে ২ নং গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে গান পরিবেশন করা হয় এবং কেক কেটে উদযাপন করা হয়।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকার, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ওহিদা সুলতানা এবং বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. হানিফ হাওলাদার।

এছাড়াও তিন বিভাগের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও

 

 

 

 

Comments (০)
Add Comment