নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার সময় হঠাৎই হাসপাতাল পরিদর্শনে যান বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরসহ অন্যান্যরা।
হাসপাতালে বিভিন্ন স্থান পরিদর্শন করে তারা চক্ষু বহির্বি বিভাগে যান সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুঃখ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার ।
বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বেড অপরিষ্কার অপরিচ্ছন্নতা, ময়লা আবর্জনায় ভরা ওয়ার্ড এবং টয়লেট গুলো অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর কে এসব সমস্যা দ্রুত সমাধানে নির্দেশনা দেন।
বিভাগী কমিশনার বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে তিনি শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।
সূত্র জানায়, স্বাস্থ্যখাত সংস্কারের অংশ হিসেবেই তারা শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। নিয়মিত এই মনিটরিং অব্যাহত থাকবে।
এদিকে গত ২৫ দিন যাবৎ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারে আন্দোলন করে আসছে ছাত্র জনতা।#