শেবাচিম হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

 

নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও ডাক্তরাদের সাথে মতবিনিময় করেছেন।

 

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর ৷

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পরিচালক, চিকিৎসক, কমর্কতা এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন। উক্ত সভায় মহাপরিচালক সকল পক্ষের কথা শোনেন এবং সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

 

পরে তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন সহ শিশু সার্জারী ও শিশু বিভাগ পরিদর্শন করেন। নির্মানাধীন ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর।

 

এদিকে দুপুরে পরিচালক স্বাস্থ্যের কার্যালয়ে বরিশাল বিভাগের সকল জেলার সিভিল সার্জনদের সাথে মত বিনিময় করেন তিনি।

Comments (0)
Add Comment