শেবাচিমে কুরয়ান তিলাওয়াত প্রতিযোগিতা

 

নিজস্ব প্রতিবেদক :

ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ(ড্যাব) এর আয়োজনে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কুরয়ান তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মো আল আমিন, তুহিন, যুবায়ের মাহমুদ, জাহিদ আবদুল্লাহ সহ বিপুল পরিমান শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠান আয়োজনে আহ্বায়ক ছিলেন ডা আব্দুল মালেক এবং সার্বিক পরিচালনায় ছিলেন সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা আবদুর রহিম , ডা ফয়সাল আহমেদ,ডা জাহিদ, ডা কাশেদুল ইসলাম নয়ন, ডা ইমরান আশফাক সিসিল ডা ইস্তিয়াক রিফাত ও অন্যান্য জাতীয়তাবাদী চিকিথসক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা ড্যাব ইউনিট প্রেসিডেন্ট ডা নজরুল ইসলাম সেলিম, শিক্ষক সমিতির সভাপতি ডা কামরুদজ্জা হাফিজুল্লাহ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা জাহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক হিসেবে ছিলেন মাওলানা শামসুল আলম খতিব বায়তুল মোকাররম মসজিদ বরিশাল ও বরিশাল ইমাম সমিতির সভাপতি, ও শেরে বাংলা মেডিকেল মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ শোয়াইব।

Comments (0)
Add Comment