শেবাচিমে অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ছাত্র ফেডারেশন

 

নিজস্ব প্রতিবেদক :
শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের

আজ শুক্রবার ১৫ আগষ্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব এক যৌথ বিবৃতিতে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর অনশন চলাকালীন সময়ে আতর্কীত হামলার নিন্দা জানায় এবং হামলা জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।

নেতৃবৃন্দ বলেন, গতকাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার একাধিক ভিডিও অনলাইন প্রচার মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় শিক্ষার্থীদের ওপর হাসপাতালের কর্মচারীরা বেধড়ক হামলা করছে।

এতে কয়েকজন শিক্ষার্থী হাসপাতাল চত্বরে মারাত্মক আহত হয়। যা হাসপাতাল কর্তৃপক্ষের জন্য চরম লজ্জাজনক। এই হামলাকারীদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে হাসপাতালে সিন্ডিকেট বানিজ্য আরো জোড়দার হবে বলে আমরা আশঙ্কা করছি। আমরা মনে করি গতকাল হামলার সাথে সিন্ডিকেট ও ডায়াগনস্টিক ব্যবসায়িদের যোগসাজশ আছে।

আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে শেবাচিম কর্তৃপক্ষকে দ্রুত তৎপর হওয়া ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাই। নতুবা এসবের জন্য পুনরায় ছাত্রসমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে।

 

Comments (0)
Add Comment