নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আনোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৭ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্ববর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১৫ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।