বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগের লক্ষ্যে যৌথ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর অংশ হিসেবে ‘রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, গুরুত্ব ও স্থানীয়ভাবে এর উন্নয়ন’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এ আয়োজন করে বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ এবং বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত ‘রেডিওলজিক্যাল ইমেজের সহায়ক অনলাইন প্রতিবেদন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন’ শীর্ষক গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন ও বিস্তারের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ব ব্যাংক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘উন্নত প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। বিশেষত চিকিৎসা বিজ্ঞানে এআই-এর ব্যবহার রোগ নির্ণয় ও চিকিৎসার গতিশীলতা বাড়াতে সহায়ক। তবে দেশ ও পরিবেশ ভেদে এর প্রয়োগ ভিন্ন হওয়ায় স্থানীয়ভাবে উপযোগী এআই উন্নয়ন জরুরি।
তিনি আরও বলেন, ‘রেডিওলজি ছাড়াও অনকোলজি, প্যাথলজি ও চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য শাখায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ ও প্রয়োজনীয়তা রয়েছে। বিএমইউ ও বুয়েট যৌথভাবে কাজ করলে দেশের স্বাস্থ্যখাতে আরও নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘বিএমইউ ও বুয়েটের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা একটি নতুন যুগে প্রবেশ করবে। নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তি রোগীদের জন্য কল্যাণ বয়ে আনবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ডাক্তার ও প্রকৌশলীদের সমন্বিত প্রয়াসই এই উন্নয়নের মূল চাবিকাঠি।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন
প্রবন্ধ উপস্থাপন করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বুয়েটের অধ্যাপক ডা. এম তারিক আরাফাত।
রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ডা. তৌফিক হাসান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, বিএমইউর শিক্ষক, চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে বুয়েটের প্রো-ভিসিরা এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলেন, রেডিওলজি ইমেজিং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব হয়। এই পর্যায়ে এআই প্রযুক্তির ব্যবহার রেডিওলজিস্টদের কাজ আরও সহজ, দ্রুত ও নির্ভুল করে তুলছে। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এই প্রযুক্তির প্রয়োগ রোগীদের স্বার্থে চালু হওয়া সময়ের দাবি।
সূত্র : মেডিভয়েস