মেধাবী মেডিকেল শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক :
ভ্যান চালক শেখ আসাদুজ্জামান এর কন্যা আরিফা আক্তারের লেখাপড়ার দায়িত্ব নিল জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর নির্দেশে, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার এর সার্বিক তত্বাবধানে ও ডিরেক্টর(প্রোগ্রাম) ডা শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ এর ব্যবস্থাপনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ এ চান্সপ্রাপ্ত বাগেরহাট জেলার, কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ভ্যান চালক শেখ আসাদুজ্জামান এর কন্যা আরিফা আক্তার এর ভর্তি সংক্রান্ত যাবতীয় খরচ ও পাঠ্যপুস্তক এর ব্যবস্থা করা হয়।

ডা. মো জাহিদুল ইসলাম এর সম্বনয়ে, শের ই বাংলা মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ ডা রেফায়েতুল হায়দার এর উপস্থিতিতে আরিফা আক্তার কে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা সহায়তা প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য ও ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখার জয়েন্ট সেক্রেটারি ডা ফয়সাল আহমেদ ও দপ্তর সম্পাদক ডা ইসতিয়াক আহমেদ রিফাত।

Comments (0)
Add Comment