ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনের যোগ্যতাঃ
- SSC/সমমান এবং HSC/সমমান মিলে ন্যূনতম জিপিএ ৯.০০ (৪র্থ বিষয় সহ)
- উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে জিপিএ ৮.০০ (৪র্থ বিষয় সহ)
- SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে
- SSC/সমমান পরীক্ষায় পাশের ২ বছরের মধ্যে HSC/সমমান পরীক্ষায় পাশ করতে হবে
- জীববিজ্ঞানে জিপিএ ৪.০০ (কমপক্ষে)
পরীক্ষার মানবন্টনঃ
- মোট নম্বর=৩০০
- পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর
SSC তে প্রাপ্ত জিপিএ × ১৫=৭৫
HSC তে প্রাপ্ত জিপিএ ×২৫=১২৫
- MCQ পদ্ধতিতে পরীক্ষা ১০০ নম্বর
জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫
সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ-১০
- পরীক্ষার সময় ১ ঘন্টা।
- প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
- পাশ নম্বর-৪০
- পূর্ববর্তী বছরের HSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বছরের সরকারী মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৮ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে।
এমবিবিএস মোট আসন বিবরণঃ
General seats | 5233 |
FF Seats (2%) | 108 |
Tribal (3 Hill Tracts) 3×3 | 09 |
Non-Tribal (3 Hill Tracts) | 03 |
Tribal (Other Districts) | 08 |
Tribal Resv. For Rangamati Medical College | 19 |
MBBS : Grand Total | 5380 |
নোটঃ
- সরকারী মেডিকেলে ভর্তির জন্য জাতীয় মেধায় ৯৭% ও অন্যান্য কোঠায় ৩% প্রার্থী নির্বাচন করা হয়।
- মেডিকেলে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।
- প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক এবং MCQ পরীক্ষায় কমপক্ষে ৪০ পেতে হবে।
এক নজরে বাংলাদেশের সরকারী মেডিকেল কলেজ ও আসন সংখ্যাঃ
ক্রঃ নং | কলেজ | প্রতিষ্ঠা | আসন |
০১ | ঢাকা মেডিকেল কলেজ | ১৯৪৬ | ২৫০ |
০২ | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ | ১৯৭২ | ২৫০ |
০৩ | শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ | ২০০৬ | ২৩০ |
০৪ | ময়মনসিংহ মেডিকেল কলেজ | ১৯৬২ | ২৫০ |
০৫ | চট্টগ্রাম মেডিকেল কলেজ | ১৯৫৭ | ২৫০ |
০৬ | রাজশাহী মেডিকেল কলেজ | ১৯৫৮ | ২৫০ |
০৭ | সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট | ১৯৬২ | ২৫০ |
০৮ | শের-েই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল | ১৯৬৮ | ২৫০ |
০৯ | রংপুর মেডিকেল কলেজ | ১৯৭০ | ২৫০ |
১০ | কুমিল্লা মেডিকেল কলেজ | ১৯৭৯ | ২০০ |
১১ | খুলনা মেডিকেল কলেজ | ১৯৯২ | ২০০ |
১২ | শহীদ জিয়াাউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া | ১৯৯২ | ২০০ |
১৩ | ফরিদপুর মেডিকেল কলেজ | ১৯৯২ | ২০০ |
১৪ | এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর | ১৯৯২ | ২০০ |
১৫ | পাবনা মেডিকেল কলেজ | ২০০৮ | ১০০ |
১৬ | আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী | ২০০৮ | ১০০ |
১৭ | কক্সবাজার মেডিকেল কলেজ | ২০০৮ | ১০০ |
১৮ | যশোর মেডিকেল কলেজ | ২০১০ | ১০০ |
১৯ | সাতক্ষীরা মেডিকেল কলেজ | ২০১১ | ১০০ |
২০ | শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ | ২০১১ | ১০০ |
২১ | কুষ্টিয়া মেডিকেল কলেজ | ২০১১ | ১০০ |
২২ | শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ | ২০১১ | ১২৫ |
২৩ | শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর | ২০১৩ | ১০০ |
২৪ | শেখ হাসিনা মেডিকেল কলেজ,টাঙ্গাইল | ২০১৪ | ১০০ |
২৫ | শেখ হাসিনা মেডিকেল কলেজ,জামালপুর | ২০১৪ | ১০০ |
২৬ | কর্ণেল মালেক মেডিকেল কলেজ,মানিকগন্জ | ২০১৪ | ১২৫ |
২৭ | শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ | ২০১৪ | ১০০ |
২৮ | পটুয়াখালী মেডিকেল কলেজ | ২০১৪ | ৭৫ |
২৯ | রাঙ্গামাটি মেডিকেল কলেজ | ২০১৪ | ৭৫ |
৩০ | মুগদা মেডিকেল কলেজ | ২০১৫ | ১০০ |
৩১ | শেখ হাসিনা মেডিকেল কলেজ,হবিগন্জ | ২০১৭ | ১০০ |
৩২ | নেত্রকোনা মেডিকেল কলেজ | ২০১৮ | ৭৫ |
৩৩ | নীলফামারি মেডিকেল কলেজ | ২০১৮ | ৭৫ |
৩৪ | নওগাঁ মেডিকেল কলেজ | ২০১৮ | ৭৫ |
৩৫ | মাগুরা মেডিকেল কলেজ | ২০১৮ | ৭৫ |
৩৬ | চাঁদপুর মেডিকের কলেজ | ২০১৮ | ৭৫ |
৩৭ | বঙ্গবন্ধু মেডিকেল কলেজ,সুনামগন্জ | ২০১৮ | ৭৫ |
এক নজরে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো-
সেশন | ভর্তি পরীক্ষার তারিখ | জাতীয় মেধায় ১ম স্থান
অধিকারীর স্কোর |
ডিএমসি’র সর্বনিম্ন
স্কোর |
সরকারী মেডিকেলে
সর্বনিম্ন স্কোর |
২০২২-২৩ | ১০ মার্চ, ২০২৩ | ২৯৪.২৫ | ২৭৯.৫০ | ২৬৮.৭৫ |
২০২১-২২ | ০১ এপ্রিল,২০২২ | ২৯২.৫০ | ২৮৪.০০ | ২৭২.৭৫ |
২০২০-২১ | ০২ এপ্রিল,২০২১ | ২৮৭.২৫ | ২৮০.০০ | ২৬৯.২৫ |
২০১৯-২০ | ১১ অক্টোবর,২০১৯ | ২৯০.৫০ | ২৭৮.২৫ | ২৬৬.৭৫ |
২০১৮-১৯ | ০৫ অক্টোবর,২০১৮ | ২৮৭.০০ | ২৭৫.০০ | ২৫৯.০০ |
২০১৭-১৮ | ০৬ অক্টোবর,২০১৭ | ২৯০.৫ | ২৮২.০০ | ২৭০.৭৫ |
২০১৬-১৭ | ০৭ অক্টোবর,২০১৬ | ২৮৫.৫ | ২৭৫.৭৫ | ২৬৪.২৫ |