বিলুপ্ত করা হয়েছে সম্মিলিত পেশাজীবি পরিষদ

নিজস্ব প্রতিবেদক :
বিলুপ্ত করা হয়েছে সম্মিলিত পেশাজীবি পরিষদ, ইসমাইল জাবিউল্লাহ কে আহ্বায়ক করে কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী নেতৃত্বাধীন সম্মিলিত পেশাজীবি পরিষদ বিলুপ্ত করা হয়েছে।

আগামি ৯০ দিনের মাধ্যে কাউন্সিল আয়োজনের জন্য ইসমাইল জাবিউল্লাহ কে আহ্বায়ক করে নতুন কাউন্সিল আয়োজক কমিটি গঠিত হয়েছে।

ড্যাবের পক্ষ থেকে সদ্য নির্বাচিত ডা জহিরুল ইসলাম শাকিল প্রস্তুতি কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ মোকসেদুল মোমেনিন মিথুন এই কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।

 

Comments (0)
Add Comment