বিএনপি নেতা মীর জাহিদের মায়ের মৃত্যুতে ড্যাবের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের মমতাময়ী মা এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ড্যাব নেতৃবৃন্দ।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শেবাচিম ড্যাবের সভাপতি ডা নজরুল ইসলাম সেলিম ও ডা সাইদুল ইসলাম আবীর, ডা. শরিফুল ইসলাম রুমেন, শেবাচিম এর আবাসিক সার্জন ডা. মাজহারুল রেজওয়ান রেজা, শেবাচিম ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা ফয়সাল আহমেদ, ডা রাকিবুল ইসলাম মনি সহ অন্যান্য চিকিথসকবৃন্দ।

আজ শুক্রবার জুমাবাদ নগরীর বটতলা নবআদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষ শ্রদ্ধা জানাই ড্যাব নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment