নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নাসিং কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।
বেসিক বিএসসি সকল শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এধরনের প্রতিবাদ জানানো হয়।
একই সাথে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মত অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল থেকেই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে কলেজের ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবীতে এই কর্মসূচি পালন করছেন তারা।
এদিকে, আন্দোলনের প্রথম দিনেই বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে আজ রোববার বরিশাল নার্সিং কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারন করা হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি গুলো না মানা হলে আমরন অনশনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসি সকল শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়।