নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা, এবং বরিশাল জেলা শাখা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. কাকন রেজা সহ অন্যান্যরা।
মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও ড্যাব বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম।
আয়োজকরা বরিশালবাসীকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।