বরিশালে জাতীয়তাবাদী চিকিৎসকদের মিলনমেলা

১১ সেপ্টেম্বর,২০২৪: আজ দুপুরে বরিশালের প্রখ্যাত চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী চিকিৎসকদের এক মিলনমেলা।

দক্ষিনবঙ্গের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন, শেবাচিমহা এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা আজিজ রহীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সর্বজনপ্রিয়, বরিশালের ইন্টেলেকচুয়াল ফিল্ডের অতি পরিচিত মুখ ডা. মিজানুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. জাহিদ হাসান, ডা. আমিনুল ইসলাম, বরিশাল স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. আবদুর রহীম সহ অন্যান্য চিকিথসকবৃন্দ।

ডা আবদুর রহীম তার বক্তব্যের এক পর্যায়ে মুক্তিযুদ্ধ পরবর্তী কালে বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জলিল কে স্মরন করেন। ভারতীয় বাহিনীর লুটপাট প্রতিহত করায় স্বাধীন বাংলাদেশে গুমের শিকার হয় এই বীর মুক্তিযোদ্ধা। এছাড়া অন্যান্য চিকিৎসকগণ স্বৈরাচারের লুটপাট ভেঙে পড়া দেশকে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন।

Comments (0)
Add Comment