বন্ধ হওয়া স্বাস্থ্যের অপারেশনাল প্ল্যানের তিন পদ বিলুপ্ত

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের আওতায় অপারেশনাল প্ল্যান (ওপি) পরিচালনার সাথে সম্পর্কিত তিন পদবি বিলুপ্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এসব পদে কর্মরতদের দ্রুত যথাযথ পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পদগুলো হলো—লাইন ডাইরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নোটিসে এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (স্বাস্থ্য-৩) ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে স্বাস্থ্য খাতে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অবসান হওয়ায় সেক্টর কর্মসূচির আওতায় অপারেশনাল প্ল্যান (ওপি) পরিচালনার সাথে সম্পর্কিত পদবি যথাক্রমে লাইন ডাইরেক্টর (এলডি), প্রোগ্রাম ম্যানেজার (পিএম) এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ইত্যাদি পদ বিলুপ্ত হওয়ার প্রেক্ষিতে বর্ণিত পদবী ব্যবহার থেকে বিরত থাকা এবং উক্ত বিলুপ্ত পদসমূহে কর্মরত জনবলকে দ্রুত যথাযথ পদায়নের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

Comments (০)
Add Comment