প্রমাণভিত্তিক চিকিৎসা বিষয়ক বিএমইউতে কর্মশালা শুরু

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রমাণভিত্তিক চিকিৎসা (ইবিএম) বিষয়ক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করছেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলর (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং সঞ্চালনা করছেন অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

কর্মশালায় অংশগ্রহণকারী রিসোর্স পারসনরা প্রমাণভিত্তিক চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করছেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রমাণভিত্তিক চিকিৎসার সারসংক্ষেপ, প্রমাণভিত্তিক তথ্য অনুসন্ধান এবং তা সমালোচনামূলকভাবে বিশ্লেষণ, প্রমাণভিত্তিক চিকিৎসার প্রাসঙ্গিক পরিসংখ্যানের প্রয়োগ এবং ক্লিনিক্যাল অডিটের গুরুত্ব। এসব বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

প্রশিক্ষণ কর্মশালায় বিএমইউর প্যালিয়েটিভ মেডিসিন, কমিউনিটি অফথালমোলজি, শিশু কার্ডিওলজি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ফার্মাকোলজি, অবস ও গাইনী এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের মোট ৩০ জন শিক্ষক ও চিকিৎসক অংশগ্রহণ করছেন।

Comments (0)
Add Comment