দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৯৪ জন

আক্রান্তদের ১৫৭ জনই বরিশালের

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫৩ জন। আক্রান্তদের সিংহভাগই বরিশাল বিভাগের। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১৫৭ জনই বরিশালের। অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫৮, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪২, দক্ষিণে ৫০, খুলনা বিভাগে আটজন, রাজশাহী বিভাগে ৪৪ জন।

হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আট হাজার ৫৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট সাত হাজার ৪৩০ জন। সারাবছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট তিন হাজার ৮৬৬ জন।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন একলাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Comments (0)
Add Comment