দাবদাহে পথচারীদের পাশে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদল

 

নিজস্ব প্রতিবেদক :
দেশে চলমান তীব্র দাবদাহে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। বেশি বিপাকে পরেছে রিকশাচালক ও শ্রমজীবী মানুষ। তাই এইসব খেটে খাওয়া মানুষকে সহায়তায় ক্যাপ, ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদল।

রবিবার (১১মে) কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ছাত্রদলের পক্ষ থেকে রিকশাচালক ও পথচারীদের মাঝে ক্যাপ, ঠান্ডা পানি ও ওরাল স্যালাইন বিতরণ করা হয়। একইসঙ্গে হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালায় তারা।

শেবাচিম শাখা ছাত্রদলের সভাপতি জিএম রাফসান জানি আবির বলেন, “আমরা রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য। এই ভয়াবহ দাবদাহে যারা দিনরাত কষ্ট করছেন, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই সময়ে সবাইকে এগিয়ে আসতে হবে মানবিক হাত বাড়িয়ে দিতে।

এ সময় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুজ্জামান মনি বলেন, “শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে। এই দুর্যোগে আমাদের এই উদ্যোগ মানুষকে সামান্য হলেও স্বস্তি দেবে বলে আমরা বিশ্বাস করি।

সাবেক ছাত্রদল নেতা ইমরান আসফাক শিশিল বলেন, ছাত্রদল অতীতেও মানুষের কল্যাণে কাজ করেছে। এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান বলেন, “ছাত্রদল সবসময় মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জি রাব্বী বলেন, “গরমে হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। তাই শুধু সামগ্রী বিতরণ নয়, আমরা মানুষকে সচেতন করছি কীভাবে এই সময়ে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা যায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোর্শেদ আকন, আহসান শোয়েব, মেহেদী সৃজনসহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতারা জানান, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামীতেও শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

Comments (0)
Add Comment