হেলথ ইনফো ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটিগুলোর নভেম্বর ২০২৫ এর নতুন কারিকুলাম এবং অগাস্ট ২০২৫ এর পুরাতন কারিকুলামে বিডিএস প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাগত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, সকল পরীক্ষা সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বর ২০২৫-এর নতুন কারিকুলামে প্রথম পেশাগত বিডিএস পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু হয়ে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৪ জানুয়ারি।
নতুন কারিকুলামের দ্বিতীয় পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর এবং ১ জানুয়ারি। এ পরীক্ষার মৌখিক ও প্র্যাকটিক্যাল শুরু ৬ জানুয়ারি।
নতুন কারিকুলামের তৃতীয় পেশাগত পরীক্ষা ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ১০ জানুয়ারি।
এ ছাড়া নতুন কারিকুলামের চূড়ান্ত পেশাগত পরীক্ষা ৩১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর ওরাল, ক্লিনিক্যাল ও প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৮ জানুয়ারি।
একই সঙ্গে আগস্ট ২০২৫-এর পুরাতন কারিকুলামে দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাগত বিডিএস পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। পুরাতন কারিকুলামের দ্বিতীয় পেশাগত পরীক্ষা ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৪ জানুয়ারি।
পুরাতন কারিকুলামের তৃতীয় পেশাগত পরীক্ষা ২৯ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মৌখিক ও ব্যবহারিকও শুরু হবে ১০ জানুয়ারি।
অগাস্ট ২০২৫-এর চূড়ান্ত পেশাগত পরীক্ষা ৩১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৮ জানুয়ারি।
ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ডেন্টাল কলেজগুলোর অধ্যক্ষ, মেডিসিন অনুষদ এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।