ড্যাবের তত্ত্বাবধানে ঢাকা ডেন্টালে ইন্টার্ন ডক্টরদের কমিটি, সই করলেও অবগত নন পরিচালক

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ১৩ সদস্য বিশিষ্ট ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ এবং বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডেন্টাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ-আল মামুন এ কমিটির অনুমোদন দেন।

ডা. আনিকা তাবাসসুম জেরিনকে সভাপতি ও ডা. মাসুম মুশফিক খানকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ডা. ফরিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মাহেজাবিন মিথীলা এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ডা. মাশরুর তামজিদ নাফিস। অন্য সদস্যদের মধ্যে অর্থ সম্পাদক পদে ডা. সাগুপ্তা ইসলাম বন্যা, দপ্তর সম্পাদক পদে ডা. সানজিদা জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. জহিরুল ইসলাম সাকিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. আদিলা আফলাল ইস্টি এবং সমাজকল্যাণ সম্পাদক পদে রয়েছেন ডা. তন্নী তাসনিম।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন আরও তিনজন। তারা হলেন—ডা. মাদেহা তাসনিম, ডা. সুমন রেজা ও ডা. মুহাম্মদ ইমতিয়াজ।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সারাদেশের হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকদের ঐতিহ্য অনুযায়ী নির্বাচন কিংবা সকল মতাদর্শের লোকদের বোঝাপড়ার ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। কিন্তু এখানে এর চরম ব্যত্যয় ঘটেছে। ড্যাবের একক সিদ্ধান্তে বিএনপিপন্থী ইন্টার্ন চিকিৎসকদের এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে তৈরি হয়েছে বিভাজনও। কথা ছিল উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের। তবে তা না করে দলীয় বিবেচনায় বাছাইকৃতদের নিয়ে গঠন করায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ ও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

জানতে চাইলে শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ-আল মামুন বলেন, ‘এটি ড্যাবপন্থী ডাক্তারদের নিয়ে গঠিত। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন মানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যেটি—সেটিই। ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে এ কমিটি করা হয়েছে। এটি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন না, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

আগামীতে সর্বস্তরের ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে সমন্বিত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান ডা. আব্দুল্লাহ-আল মামুন।

তবে সর্বস্তরের ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে কমিটি গঠিত হয়েছে জেনেই স্বাক্ষর করেছেন জানিয়ে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ বলেন, ‘আমি যতটুকু জানি, সবার সমন্বয়ে এবং সবাইকে নিয়েই ইন্টার্ন কমিটি হয়েছে। এভাবেই ইনফর্মড ছিলাম, আমি সেভাবেই সাইন করেছি।

‘তারপরও ব্যাপারটি আমি দেখবো’—যোগ করেন অধ্যাপক আহসান উল্লাহ।

ইন্টার্ন চিকিৎসকদের সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ডিসেম্বরে রাতের আঁধারে এমন একটি কমিটি গঠন করা হয়। সে সময় ইন্টার্ন চিকিৎসকরা প্রতিবাদ জানালেও তা আমলে নেওয়া হয়নি। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন ব্যাচের ইন্টার্নশিপ শুরু হলে নবীন ইন্টার্ন চিকিৎসকরা একটি সমঝোতায় উপনীত হন।
সে অনুযায়ী, নির্বাচন অথবা অন্তত আলাপ-আলোচনার ভিত্তিতে সকলের অংশগ্রহণে একটি কমিটি গঠিত হবে। কিন্তু হঠাৎ করে ২৯ জুলাই বিএনপিপন্থী ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

এক ইন্টার্ন চিকিৎসক  বলেন, ‘কমিটির বিষয়ে ইন্টার্নশিপের প্রথম থেকেই কথা হয়েছিল যে, হয় নেগোসিয়েশনের মাধ্যমে হবে অথবা নির্বাচনের মাধ্যমে। মাঝে দীর্ঘ সময় এটি দোদুল্যমান ছিল। সভাপতি-সেক্রেটারি নিয়ে টানাপোড়েন ছিল। এরই মধ্যে চলতি জুলাইয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ড্যাব সমর্থিতরা এনডিএফ সমর্থিতদের আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেয়। ইন্টার্ন কমিটি তো এক ক্যাম্পাসে দুইটা হয় না, একটিই হয়। সমঝোতার মধ্য দিয়ে হোক অথবা নির্বাচন করে হোক—একজন সভাপতি থাকবে, একজন সেক্রেটারি থাকবে। কিন্তু এখন যদি এনডিএফ থেকে আরেকটি কমিটি দেওয়া হয়, তাহলে দু’জন সভাপতি, দু’জন সেক্রেটারি হয়ে যাবে। এটি খারাপ দৃষ্টান্ত হবে।

জানতে চাইলে আরেক ইন্টার্ন চিকিৎসক  বলেন, ‘সোশ্যাল মিডিয়া কিংবা শিক্ষার্থীদের মাঝে তারা প্রচার করছে যে, এটি সর্ব সাধারণের কমিটি। কিন্তু অন্য শিক্ষকদের বলছে যে আমরা ড্যাবের পক্ষ থেকে কমিটি দিয়েছি, তোমরা আরেকটি দাও। মানে নিজেদের মধ্যে এটি ড্যাবের কমিটি বলছে, কিন্তু শিক্ষার্থী বা ইন্টার্ন চিকিৎসকদের কাছ থেকে এই কথা গোপন করছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হলেই সবচেয়ে ভালো হতো। এতে সবার মতামতও জানা যেত। আর উড়ে এসে জুড়ে বসার মতো কমিটি, এই ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসা দরকার। আগে ছাত্রলীগ নিজেদের মতো কমিটি দিতো, এখনও যদি সে ধরনের কমিটি হয়, তাহলে আগের মতোই থাকলো। এই ট্র্যাডিশন চলতে থাকলে ৫ আগস্টের মাধ্যমে কিছু অর্জিত হলো না।
সূত্র : মেডিভয়েস

Comments (0)
Add Comment